ePaper

সিরাজগঞ্জে সোনাকান্ত বিলে সৌন্দয্য ছড়াচ্ছে পদ্ম ফুল

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

এ যেন প্রকৃতির নিপুণ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিল এখন পদ্ম ফুলের রাজ্যে পরিণত হয়েছে। দিগন্তজুড়ে লাল-সাদা পদ্মের নয়নাভিরাম সমারোহে সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় আবেশ। বর্ষার জলে ভাসমান একেকটি পদ্ম যেন একেকটি কবিতা, যা দেখে মুগ্ধ হচ্ছে দূর-দূরান্ত থেকে ছুটে আসা প্রকৃতিপ্রেমী। প্রায় ৪০ বিঘা জুড়ে বিস্তৃত এই জলাভূমি এখন শুধুই জলের রাজ্য নয়, এ যেন পদ্মের এক বিশাল সাম্রাজ্য। সোনাকান্ত বিলের এই রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। তাদেরই একজন হাসান মাহমুদ বলেন, শহর থেকে ভাই-বোনদের নিয়ে এসেছি এই অপরূপ দৃশ্য দেখতে। একসাথে এত পদ্ম দেখে মনটা ভরে গেল। এখানে নৌকার ব্যবস্থা থাকলে এই সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করা যেত। এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কিছু শৈশবের জীবিকার গল্প। রাহিলা ও রহিমার মতো শিশুরা প্রতিদিন পদ্ম গাছের কাঁটার আঘাত সয়ে ফুল তোলে। দীর্ঘ সময় পানির ভেতরে থাকার জন্য তারা মাঝে মধ্যে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। ফুল বাজারে বিক্রি করে তাদের আয় হয় ২৫০-৩০০ টাকা। এরা জানায়, শ্রাবণ আর ভাদ্র এই দুই মাস আমরা ফুল তুলি। বিলের মালিকেরা আমাদের কিছু বলেন না। একসময় আমাদের দেশ পদ্ম ফুলে ভরা থাকলেও বিল ভরাটের কারণে তা আজ বিলুপ্তির পথে। এর সংরক্ষণে পদক্ষেপ নেওয়া জরুরি। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে প্রাকৃতিকভাবেই এই পদ্মের বিস্তার ঘটেছে, যা বিলটিকে একটি অনন্য দর্শনীয় স্থানে পরিণত করেছে। প্রাকৃতির এই অপার দান একদিকে যেমন দর্শনার্থীদের মনকে প্রশান্তি দিচ্ছে, তেমনই হয়ে উঠেছে এলাকার শিশুদের আয়ের উৎস। সোনাকান্ত বিল আজ কেবল একটি জলাশয় নয়, এটি সৌন্দর্য, জীবন ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *