ePaper

সিরাজগঞ্জে সড়কের ওপর ঝুলে আছে তারের জঞ্জাল

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম প্রধান সড়ক এসএস রোড, মুজিব সড়ক, চৌরাস্তা মোড়সহ (সড়ক) অধিকাংশ রাস্তায় ঝুলে পড়েছে ওয়াইফাই, ডিস ও টেলিফোনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংযোগের তার। এতে ভোগান্তিতে পড়েছে চাকরিজীবী, পেশাজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।সরজমিনে গিয়ে জানা যায়, রাস্তার পাশে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বেশ কিছুদিন ধরে এ রাস্তার অধিকাংশ স্থানে ঝুলে পড়েছে এসব তার। এতে শহরের বিভিন্ন যানবাহনসহ পথচারীদের চলাচলের বিঘ্নতার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ঝুলন্ত তারের সত্যতা স্বীকার করে সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ বলেন, ইতোমধ্যে জনগণের অসুবিধা দূরীকরণের লক্ষ্যে ফুটপাতের দোকান উচ্ছেদ চলছে দ্রুত ঝুলন্ত তারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *