সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহিম সুইট (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কে কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়। আটক আব্দুর রহিম সুইট উল্লাপাড়া উপজেলার শোলক ইউনিয়নের কানসোনা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ। তিনি বলেন, মঙ্গলবার র্যাবের একটি দল ভারাঙ্গা গ্রামে পাকা রাস্তায় ভ্যানগাড়ীতে অভিযান চালিয়ে আব্দুর রহিম সুইট নামে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
