ePaper

সিরাজগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির  দাবিতে রেল শাটডাউন

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা বলেন, উল্লাপাড়া একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন হলেও চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো এই স্টেশনে যাত্রাবিরতি করে না। যে কারণে এ অঞ্চলের যাত্রীরা উল্লেখিত ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্টেশনটিতে দ্রুত সময়ের মধ্যে ট্রেনের যাত্রাবিরতির দাবি বাস্তবায়নে সরকার ও রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা। এদিকে, কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে অপেক্ষা করতে থাকে। এ কারণে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান বলেন, ‘শিক্ষার্থী ও স্থানীয়রা তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইনের ওপরে ব্যানার নিয়ে আধা ঘণ্টা অবস্থান করেছে। ওই সময় বনলতা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল। কর্মসূচি শেষ হলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *