ePaper

সিরাজগঞ্জে ট্রাফিক জরিমানায় ৩০ লাখের রেকর্ড

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের কঠোর অভিযানে ৫৭৫টি মামলার মাধ্যমে ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে; যা নতুন রেকর্ড। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় গত বছরের ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়। সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, “রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও আটোরিকশা এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়। “এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা।” তিনি বলেন, “এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড। এর আগে এই অফিসে কখনও এতো টাকা রাজস্ব আদায় হয়নি।”পরিদর্শক মোফাকখারুল বলেন, “ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ছাড়া ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেন। পরে মোটরসাইলগুলো ছেড়ে দেওয়া হয়। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্নে ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে।” একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত ৯০টি রেজিস্ট্রৈশন বিহীন মোটরসাইকেল আটকে রাখা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “রেজিস্ট্রেশন বিহীন ও বেআইনিভাবে চলাচলকারী যানবাহন আটক এবং তাদের বিরুদ্ধে জরিমানা আদায় ট্রাফিক আইনেরই অংশ। “এটা করতে গিয়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস যে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে সেই কৃতিত্ব সরকারের।” জনসচেতনতার জন্য এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *