ePaper

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট  দিশেহারা সাধারণ মানুষ

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে গ্যাসের সিলিন্ডার শূন্য হয়ে পড়েছে। যেসব দোকান গ্যাস সরবরাহ করছেন, তারা অনেক সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, মানুষ গ্যাসের জন্য হাহাকার করছেন। সিলিন্ডার না পেয়ে অনেককে খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। শহরের এক বাসিন্দা আলতাফ হোসেন বলেন, “তিন দিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বন্ধ, তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন চলবে?”

ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, কোম্পানি থেকে পর্যাপ্ত গ্যাস না আসায় তারা বিক্রি করতে পারছেন না। তিনি আরও বলেন, “চাহিদার তুলনায় কোম্পানি থেকে খুবই কম গ্যাস পাঠানো হচ্ছে।” সচেতন মহল সতর্ক করেছেন, দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বাজার তদারকি করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা হয় এবং অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *