সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তার পাশ থেকে হাত, পা ও মুখে টের পেঁচানো অবস্থায় এনামুল হক (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এনামুল হক উপজেলার রৌহাবাড়ী গ্রামের আবু সাইদ শেখের ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, দুবলাই এলাকায় রাস্তার পাশে নির্জন স্থানে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ও মুখ মোটা টেপ দিয়ে বাঁধা ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।