সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২১ সালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সেই মামলার জেরে সোমবার সকাল থেকে স্থানীয় আব্দুস সালাম, রহমত আলী ও সবুজ হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শাহজাদপুর থানারউপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত ব্রাহ্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। একইসঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে