ePaper

সিরাজগঞ্জে আট মাস বেতন পান না ৮৯ শিক্ষক, ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৮৯ জন শিক্ষক আট মাস ধরে বেতন (সম্মানী) পান না। এতে পরিবার নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন তারা। ১৯৯৩ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন গণশিক্ষা কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৯টি শিশু ও গণশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। যেখানে ছয় হাজার টাকা মাসিক সম্মানীতে ৮৯ জন শিক্ষক শিশুশিক্ষার্থীদের পাঠদান করেন। চলতি বছরের গত মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাস ধরে তারা প্রাপ্য সম্মানী পাচ্ছেন না। শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও বিরল গ্রামের বাসিন্দা মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, প্রকল্পের অধীনে উপজেলায় ৮৯ জন শিক্ষক পাঠদান করেন। গত মে মাস থেকে তারা প্রাপ্য সম্মানী পাচ্ছেন না। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বারুহাঁস ইউনিয়নের বড় পওতা জামে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আসাদুজ্জামান বলেন, এমনিতেই নামমাত্র সম্মানী পাই। তাও আট মাস হলো বন্ধ। সবকিছুর দাম বাড়ছে। এ অবস্থায় সংসার চালাতে কষ্ট হচ্ছে। নওগাঁ ইউনিয়নের গোয়ালগ্রাম জামে মসজিদের শিক্ষক হাফিজুর রহমানের দাবি, মানবিক বিবেচনায় দ্রুত শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের সম্মানী ছাড় করা হোক। সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আহমেদ বলেন, প্রকল্পের অর্থছাড়ের প্রক্রিয়া চলছে। আশা করছি শিগগিরই  শিক্ষকরা সম্মানী পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *