ePaper

সিরাজগঞ্জে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান জরিমানা ও সিলগালা

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করে বাজারজাত করার অভিযোগে জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দকৃত মালামাল ধ্বংস ও কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আাতিকুর রহমানের নেতৃত্বে কাজিপুর উপজেলার গান্ধাইল এলাকায় শিশু খাদ্য কারখানায় গোপন তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আাতিকুর রহমান বলেন, অবৈধ প্রক্রিয়ায় শিশুখাদ্য বিভিন্ন মোড়কে ড্রিংকস, চাটনি উৎপাদন ও প্রক্রিয়াকরণ, বিএসটিআই এর অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে মেসার্স ইসমাইল ফুডস এর মালিক মো. লিটনকে অভিযুক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করার পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়। এসময় উপজেলা ক্যাবের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *