ePaper

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ৩শ’ বিঘা আবাদি জমি এখন অনাবাদি

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ৩শ’ বিঘা আবাদি জমি এখন অনাবাদি হয়ে পড়ে আছে। আবাদি জমি অনাবাদি হওয়ায় প্রান্তিক পর্যায়ের ৩০ জন কৃষকের মাঝে হতাশা দেখা দিয়েছে। বৃষ্টি মৌসুমে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী এলাকার ইচলাদিঘর ও শ্যামনাই মৌজার গ্রামের জমিতে এমন জলাবদ্ধতা দেখা দেওয়ায় জমির মালিকেরা চাষাবাদ করতে পারছে না। এতে করে তাদের অর্থনৈতিক ক্ষতিসাধিত হচ্ছে। ক্ষতিগ্রস্থ জমির মালিক সুশান্ত কুমার তালুকদার, ইসমাইল, যুষ্ঠী তালুকদার, আব্দুল হামিদ, আব্দুল মজিদ ও সাইফুল ইসলাম জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের রাস্তা সম্প্রাসারণের কাজের সময় পানি নিষ্কাশনের কালভার্টের মুখটি ও ছোট খালটি বন্ধ হয়ে যায়। যার ফলে বৃষ্টি মৌসুমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়ে। এতে পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় ৩শ’ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। যার কারণে গত ৪ বছর হলো ওই জমিগুলোতে আর ধান চাষ করা যাচ্ছে না।

জমির মালিকেরা অভিযোগ করে বলেন, গত বছর আগস্ট মাসে এর প্রতিকার চেয়ে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হলোও এখনো কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি উপজেলা প্রশাসন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ন কবির জানান, এই উপজেলায় বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে প্রকল্প গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *