রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা দেখা দিয়েছে। এদিকে হাসপাতালে আগত রোগী ও জনসাধারণ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সদর বাজার এলাকা থেকে আটঘরিয়া জয়ানপুর গ্রামের ৪ কিলোমিটার পাকা রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলে রায়গঞ্জ বাজার সদর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়। যার ফলে হাসপাতালে আসা রোগীদের চলাচলে কষ্ট হয়। অপরদিকে প্রতিদিন এই পাকা রাস্তাটি দিয়ে শত শত ছোট বড় সহ সব ধরনের যানবাহন চলাচল করে থাকে। এতে রাস্তার অবস্থা বেহাল দশা দেখা দেওয়ায় ছোট বড় সড়ক দুর্ঘটনার ঘটেছে ইতিমধ্যেই। উপজেলার বেতুয়া গ্রামের পথচারী ওমর ফারুক জানান, এই রাস্তা মেরামত না করা হলে চলাচল করা সম্ভব হচ্ছে না। ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের অটো ভ্যান চালক শাকিল আহম্মেদ জানান, যাত্রী সাধারণ নিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। আরেকজন পথচারী বাদশা বলেন, গত সরকারের আমলে এই রাস্তায় তেমন কোন কাজ না হওয়ায় এই বেহাল দশা দেখা দিয়েছে। হাসপাতালে আসা রোগী মুক্তি খাতুন, শেফালী খাতুন ও শহিদুল ইসলাম জানান, একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় এমন অবস্থা দেখে এখানে আর আসতে মন চায় না। প্রয়োজনে তাই হাসপাতালে আসতে হয়। এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রবিউল আলম জানান, রাস্তার অবস্থান বিষয়ে আপনারদের মাধ্যমে জানতে পেরেছি। তাই জনসাধারণের দুঃখ কষ্ট দূর করতে দ্রুতই রাস্তাটি মেরামত করা হবে।