ePaper

সালমান খানের জন্য বাড়ি থেকে পালাল তিন শিশু, ৪ দিন পর উদ্ধার

বিনোদন ডেস্ক

তারকাদের একনজর দেখা কিংবা অটোগ্রাফ-ফটোগ্রাফের আশায় অনেক ভক্তই সীমা ছাড়িয়ে যান। কখনও কেউ ঘণ্টার পর ঘণ্টা প্রিয় তারকার বাড়ির সামনে অপেক্ষা করেন, কেউ আবার পাড়ি জমান বহু দূরের কোনো শহরে। সম্প্রতি ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি ছাড়ে দিল্লি শহরের তিন নাবালক। তার চারদিন পর মহারাষ্ট্রের নাসিক নামের একটি রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, তারা তিনজনেই সুস্থ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি ঘটেছে গত ২৫ জুলাই। সেই তিন শিশুর বয়স ১৩, ১১ ও ৯ বছর। দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে তারা একসঙ্গে পড়ে। কোনোরকমে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সোজা রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।

পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম খেলার সময় তাদের পরিচয় হয়। সেখানে ওয়াহিদ নামের এক শিশু দাবি করে, সে সালমান খানের সঙ্গে একবার দেখা করেছে এবং তাদের সেই সুযোগ করে দিতেও পারে। সেই আশাতেই রওনা দেয় নাবালকগুলো। তবে যখন ওয়াহিদ জানতে পারে তাদের খোঁজে পুলিশ ও পরিবার তৎপর, তখন সে পিছিয়ে যায়। এরপর বাকিরাও তাদের পরিকল্পনা বদলে নাসিকে গিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। সেখানেই তাদের খুঁজে পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এক নিখোঁজ শিশুর বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল তারা ‘ওয়াহিদের’ সঙ্গে দেখা করতে যাচ্ছে। সেই সূত্র ধরেই তদন্ত আগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *