ePaper

সামাজিক বিভিন্ন  অনাচার থেকে তরুণ প্রজন্ম কে বাঁচাতে হবে     -জেলা প্রশাসক সাইফুল ইসলাম

সাহেদ চৌধুরী, ফেনী প্রতিনিধি:

সামাজিক বিভিন্ন অনাচার আছে এ অনাচার থেকে আমাদের তরুণ প্রজন্ম কে বাঁচাতে হলে সংশোধন মূলক, সমাজ গঠন মূলক উদ্যোগ নিতে হবে। আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল এন্ড কলেজ মাঠে ভালো কাজের জন্য আনুষ্ঠানিকভাবে তরুণদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

৪০দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে ফেনীর সোনাগাজীর ২৯৪ জন তরুণ। তরূণদের মসজিদমুখী ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ পুরস্কার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে পুরস্কার হিসেবে সাইকেল জিতে নিয়েছে ২৯৪ জন তরুণ।

 নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে নবাবপুর ইউনিয়নের ৭শতাধিক শিশু-কিশোর মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে  নামাজ পড়া ২৯৪ শিশু কিশোর কে সাইকেল প্রদান করা হয় এবং ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫১জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

৪০দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারী ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও নাশিদ সন্ধ্যায় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভঞা সার্কেল) তাসলিম হুসাইন, সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *