এসএ রশিদ (ঢাকা) সাভার
ঢাকা জেলার পুলিশ সুপার, মো. আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার বিকাল ৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি.) মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও সংগীয় ফোর্সের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. মনির খাঁ (৩৮), পিতা-মৃত হবি খাঁ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-লক্ষীপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা: বক্তারপুর তিন রাস্তার মোড়, ১নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা। ২. শ্যামলী খাতুন (৩২), স্বামী-মনির খাঁ, পিতা-মৃত ফজর আলী, মাতা-পারভীন বেগম, সাং-বক্তারপুর (তিন রাস্তার মোড়) ১ নং ওয়ার্ড, (ওমরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত মনির খাঁ এবং শ্যামলী খাতুন স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। ঢাকা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান তারই অংশ। এই গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
