এস,এ, রশিদ, (ঢাকা) সাভার
গতকাল রোববার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাভার পৌরসভা ৯নং ওয়ার্ডের উদ্যোগে সাভারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশটি নারী সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে এবং বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৯ এর সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন। তিনি তার বক্তব্যে নারী সমাজের ক্ষমতায়ন, অধিকার এবং সমাজে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার। তিনি সাভার পৌরসভার উন্নয়নে নারীদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তাদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাভার পৌরসভার আমীর জনাব আজিজুর রহমান। তারা নিজ নিজ বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং নারীদেরকে ইসলামী জীবনধারায় উদ্বুদ্ধ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯নং ওয়ার্ড, সাভার পৌরসভার সভাপতি এবং কর্ম পরিষদ সদস্য আমিন উদ্দিন খান সুমন। তিনি সমাবেশের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন আরও জনমুখী অনুষ্ঠানের আয়োজনের প্রতিশ্রুতি দেন। পরিশেষে বাংলাদেশ জামাতে ইসলামী প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত মহিলারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং জামায়াতে ইসলামীর কর্মসূচিতে তাদের পূর্ণ সমর্থনের কথা জানান। এটি সাভারের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে এই অঞ্চলের রাজনীতিতে নারীর অংশগ্রহণকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।
