এসএ রশিদ (ঢাকা) সাভার
দুর্গাপূজা দরজায় কড়া নাড়ছে, আর এই উৎসবকে ঘিরে সাভার উপজেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এই বছর সাভার উপজেলায় ২১৪টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যার মধ্যে সাভারের রাজফুলবাড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী শ্বশান কালী মন্দির অন্যতম। প্রতি বছরের মতো এবারও এই মন্দিরে দুর্গাপূজা উদযাপনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরেজমিনে রাজফুলবাড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী শ্বশান কালী মন্দির ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পীরা অত্যন্ত নিপুণভাবে এবং নিরলস পরিশ্রমে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন। দেবীর রূপদানে তাদের একাগ্রতা ও শিল্পসত্তা সুস্পষ্ট। মন্দিরের পরিবেশ এখন থেকেই উৎসবের আমেজে মুখরিত। পূজা উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রবিন্দ্র নাথ ঘোষ এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মধু রাজবংশী। তাদের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা পূজার সার্বিক ব্যবস্থাপনা সুচারুভাবে সম্পন্ন করার জন্য কাজ করছেন। পূজা চলাকালীন সময়ে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা হয়েছে। এই দলে রয়েছেন রাম প্রাসাদ রাজবংশী, নারায়ণ রাজবংশী, শুভ কর্মকার, কৃষ্ণ রাজবংশী, শান্ত রাজবংশী, চয়ন রাজবংশী, অপূর্ব রাজবংশী, শুভ্রত সাহা, গণেশ রাজবংশী সহ পূজা উদযাপন কমিটির সদস্যরা। তাদের তত্ত্বাবধানে ভক্তরা নির্বিঘ্নে পূজা মণ্ডপে যাতায়াত ও মায়ের আরাধনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এবার পুরোহিতের দায়িত্বে থাকবেন স্মরণ চক্রবর্তী। মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার জানান, এবার পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রাখা। তিনি আরও জানান, ভক্তরা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও ভক্তি সহকারে মায়ের পূজা করতে পারেন, সেই বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজফুলবাড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী শ্বশান কালী মন্দিরের এই উদ্যোগ সাভারের অন্যান্য মন্দিরের জন্য অনুপ্রেরণা যোগাবে এবং একটি শান্তিপূর্ণ ও আনন্দময় দুর্গাপূজা উদযাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
