ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফেনী ফুলগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গতকাল বুধবার সকালে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ইয়াসিন মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মন্টু, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আজিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসূল, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ এবং সদস্য সচিব আব্দুল আলীম বাবু। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ফুলগাজী উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা খন্দকার জামাল উদ্দিন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
