বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন “বিপিআই ক্লাব” আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজন করতে যাচ্ছে বিপিআই ক্লাব নেটওয়ার্কিং ফেস্টিভ্যাল ও স্পোর্টস ডে–২০২৫। ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ নির্দেশনায় অনুষ্ঠানটির সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ উপলক্ষে দপ্তর সম্পাদক আব্দুল হান্নান সংশ্লিষ্ট সকল সদস্য ও অংশগ্রহণকারীদের আগাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপিআই এর সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের ইঞ্জিনিয়াররা অংশ নেবেন। পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে নেটওয়ার্কিং অভিজ্ঞতা বিনিময় স্পোর্টস কার্যক্রম ও সৌহার্দ্য বৃদ্ধির নানা আয়োজন।
ক্লাব কর্তৃপক্ষ আশা করছে এই ফেস্টিভ্যাল বিপিআই পরিবারের মধ্যে নতুন উদ্যম পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।

