শেখ হাসান গফুর, সাতক্ষীরা
সাতক্ষীরা প্রেসক্লাবের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান, অমিত ঘোষ বাপ্পাসহ ভাড়াটে সন্ত্রাসীরা প্রেসক্লাবের বৈধ কমিটির সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় প্রেসক্লাব সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেম, আমিনুর রহমান (ভোরের আকাশ), বেলাল হোসেন (ডিবিসি), সোহরাব হোসেন (অনির্বাণ) গুরুতর আহত হন। আহত সাংবাদিকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ সভার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় মাদকাসক্তদের একটি দল আলিপুর থেকে এসে হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। হামলার শিকার সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেসক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলেই এভাবে হামলা ও নির্যাতন চালানো হয়। এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।