ePaper

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

শেখ হাসান  গফুর, সাতক্ষীরা: সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই শহীদ স.ম আলাউদ্দীনসহ দেশ-বিদেশের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। স্মরণ সভায় বক্তব্য রাখেন কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, আলী নূর খান বাবুল, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, রঘুনাথ খাঁ, বরুণ ব্যানার্জি, ডা. মহিদার রহমান, এম বেলাল হুসাইন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “স.ম আলাউদ্দীন ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাংবাদিক হত্যার প্রথম শিকার। ১৯৯৬ সালের ১৯ জুন তাঁকে কাটা রাইফেলের গুলিতে হত্যা করা হয় তাঁর পত্রিকা অফিসেই। সেই থেকে আজও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি।” বক্তারা আরও বলেন, সাংবাদিক স.ম আলাউদ্দীন ছিলেন একাধারে সাহসী সম্পাদক, সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সমাজ সংস্কারক। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং পেশাভিত্তিক স্কুল প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও সাতক্ষীরার উন্নয়নের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভায় বক্তারা সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকা সত্ত্বেও আজ সাংবাদিকরা নিরাপদ নন। হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।”এসময় উপস্থিত ছিলেন এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলী, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, আব্দুস সালাম পান্না, সেলিম হোসেন, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *