ePaper

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

শেখ হাসান গফুর, সাতক্ষীরা

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। আলোচনা সভার আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে সভাস্থলে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সেব খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ মৎস্য চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *