ePaper

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ লাউকাঠি নদীতে অবমুক্ত

কাজী মামুন, পটুয়াখালী

পটুয়াখালী সদরের ইটবাড়িয়া এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের ইটবাড়িয়ার দূর্গাপুর ২২ নং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ১ কোটি ৫৬ লক্ষ ৮০ হাজার পিচ গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এ জব্দকৃত চিংড়ি রেণু পটুয়াখালী সদর মৎস্য কর্মকর্তা অনুপ কুমার দাস এর উপস্থিতিতে লাঊকাঠি নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ট্রাক, চালক ও ২ জন হেল্পারকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় অবৈধ মৎস্য আহরণ, পাচার ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অনুপ কুমার দাস জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *