ePaper

সাটুরিয়ায় সবজির দাম চড়া সাধারণ ক্রেতাদের মাঝে হতাশ

মো. ফরিদুল ইসলাম (মানিকগঞ্জ) সাটুরিয়া

মুনসের আলী দোকানির কাছে কাঁচা মরিচ সহ নানা সবজির দাম শুনেই আঁতকে ওঠেন ক্রেতা বিশ্বজিৎ সরকার। এই ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে আঁধা কেজি কাঁচা মরিচ কিনেছি ৫০ থেকে ৬০ টাকায়। সপ্তাহ ব্যবধানে এক পোয়ার দাম হয়েছে ৬০ টাকা। এই হিসাবে ২৪০ টাকা কেজি কাঁচা মরিচ। বিশ্বজিৎ সরকারর বাড়ি সাটুরিয়া গুলচত্তর বাজার এলাকায়। গতকাল বিকেলে কেনাকাটার জন্য জান সাটুরিয়া গুলচত্তর খুচরা বাজারে। এ সময় তার সঙ্গে কথা হলে বলেন, সবজি ও কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছেন। কিন্তু হঠাৎ করে কাঁচা মরিচের দাম শুনেই চমকে ওঠেন তিনি। বাজারে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবারহ কম। এতে কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দাম বেড়ে গেছে। ক্রেতারা বলেছেন, এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০-১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে সেই কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি কাঁচা মরিচ। ব্যবসায়ীরা বলেন কয়েকদিনে টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচ সহ সবজির চাহিদার চেয়ে সরবারহ কম হয়েছে। এতে খুচরা বাজারে কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম বেশি। কয়েকদিনের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে মরিচের ক্ষেত সহ সকল সবজির বাগান। বৃষ্টির কারণেই বাজারে সব ধরনের কাঁচা পণ্যের দাম হু হু করে বেড়ে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। সাটুরিয়া উপজেলার পল্লী হাটের কাঁচা বাজারের আঁড়তের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারছেন না কৃষক। এতে বাজারে মরিচ ও সবজির সরবারহ কমে গেছে। ফলে কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়ে গেছে। বেড়েছে সব ধরণের সবজির দামও। কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ক্রেতারা। সাটুরিয়া গুলচত্তর বাজারে আসা পাইকারী ও খুচরা বিক্রেতা তমছের আলি বলেন, গত সপ্তাহে এই বাজারে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন ২০০ থেকে ২৪০ টাকায়। গতকাল ভোরে পল্লী হাট আঁড়ত থেকে কাঁচা মরিচ পাইকারি কিনতে হয়েছে ২০০ টাকার ওপরে। এছাড়া বৃষ্টির দিনে কাঁচা মরিচ পানি পেলে পচে নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে প্রকার ভেদে ২০০ থেকে ২৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে। উপজেলার খুচরা বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে বেগুন এক সপ্তাহ আগে ৪০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢেড়স ৪০ টাকা, পটোল ৬০ টাকা, লাউয়ে ৪০ থেকে ৫০ টাকা প্রতিপিচ, করলা ৬০ টাকা দামে প্রতিকেজি বিক্রি করা হচ্ছে। গত এক সপ্তাহে পেঁয়াজের কোন দাম বারেনি আগের মতই ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ ও সবজির দাম ওঠানামা করে। আগের দিন এক দাম ও পরের দিন আরেক দামে বিক্রি হয়ে থাকে। মূলত সরবারহ বাড়লে দাম কমে যায়। আর সরবারহ কমে গেলে দাম বেড়ে যায়। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, কয়েকদিনের অতি বৃষ্টিতে সবজির বাগান গুলো নষ্ট হয়ে যাওয়াতে কিছুটা দাম বেড়েছে তবে সার্বক্ষণিক আমরা বাজার মনিটর করছি যাতে কাচা মরিচসহ অন্যান্য সবজির দাম অতিরিক্ত কেউ না নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *