মো. ফরিদুল ইসলাম (মানিকগঞ্জ) সাটুরিয়া
অফিস কার্যক্রম চললেও সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। গতকাল বুধবার কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলেছে দাফতরিক কার্যক্রম। একাধিকবার অফিস চত্বরে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া য়ায়। বিধি মোতাবেক ছুটির দিন ব্যতীত সব কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অফিসে প্রায়ই এর ব্যত্যয় ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখাযায় অফিসের পতাকার খুঁটি ফাঁকা পড়ে আছে। ভিতরে অফিসে স্বাভাবিক কাজকর্ম চলছে সব কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন। কিন্তু তারা জাতীয় পতাকা উত্তোলন করেননি। অফিস সহায়ক শরৎ চন্দ্র দাস বলেন, সকালে বৃষ্টি থাকাতে পতাকা উত্তোলন করা হয় নি। পরে দুপুর দেড়টার দিকে পতাকা উঠানো হয়। সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, আমি যখন অফিসে এসেছি তখন বৃষ্টি ছিল। পতাকা টানায়নি তা দেখিনি, পরে জানতে পেরে সাথে সাথে পতাকা টানাতে নির্দেশ দিয়েছি। অফিস সহায়ককে এ বিষয়ে শোকস করা হবে।
