সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া
বঙ্গোপসাগরে হুমকির মুখে পড়েছে মাছের অস্তিত্ব। অনুমোদনহীন ট্রলিং বোটের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এইসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে ধরা হচ্ছে সব প্রজাতির পোনা মাছÑফলে সাগরে দেখা দিয়েছে চরম মাছ সংকট। এই পরিস্থিতির প্রতিবাদে রোববার কুয়াকাটায় শত শত জেলে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। তারা অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানান। টলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় সমুদ্রে মাছের ঘাটতি ভয়াবহ হয়ে উঠেছে। এইভাবে চলতে থাকলে আগামীতে সাগর হবে মাছশূন্য। মাছ ধরার মৌসুমেও জেলেরা খালি হাতে ফিরছে পোনা মাছ নিধনে প্রভাব পড়ছে ভবিষ্যতের মাছ উৎপাদনে ৫০-৬০টি ট্রলিং বোট পুরো অঞ্চলের জন্য বিপদ হাজারো বৈধ ট্রলার ক্ষতিগ্রস্ত হচ্ছে “আমরা দ্রুত অবৈধ ট্রলিং বোট বন্ধ চাই, ” বলেন আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান কিছু ট্রলিং বোট মালিক হাইকোর্টে রীট করেছে, তাই আইনগত জটিলতা রয়েছে। তবে যাদের বিরুদ্ধে কোনো মামলা বা রীট নেই, তাদের বিরুদ্ধে অভিযান চলমান।
