ePaper

সাইয়ারা’র নীরব জয়জয়কার, ১৬ দিনে আয় ৭ গুণ!

বিনোদন ডেস্ক

কোনো ঘোষণা নেই, নেই প্রচার। ট্রেলার কি টিজার, আইটেম গানেও ছিলো না কোনো সাড়া! শুধু কি তাই? নামকরা কোনো অভিনয় শিল্পীও নেই ছবিতে;  কিন্তু হঠাৎ করেই সিনেমাপ্রেমীদের মুখে মুখে ‘সাইয়ারা’। অর্থাৎ, ইন্ডাস্ট্রিতে রাতারাতি একটি সিনেমার সফলতার সাক্ষী থাকল দর্শক। ছবিটি মুক্তি পেয়েছে ১৬ দিন হলো; আর এই কয়দিনে এক ভাইরাল জ্বরের মতো সিনেমাটি জেঁকে বসেছে দর্শকের ওপর। আর হ্যাঁ, শুরু থেকেই বক্স অফিসে রাজ করছে সিনেমাটি; যেন এক সাইলেন্ট কিলার হিসেবেই! ইতোমধ্যে ছবিটি ব্যয়ের ৭ গুণ আয় করে ফেলেছে এই কয়দিনেই। এখন দর্শকও জানতে উৎসুক, ৩০০ কোটি ছুঁতে কত দেরি!

৪২-৪৫ কোটি রুপি ব্যয়ে মোহিত সুরি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দুই নবাগত— আহান পান্ডে ও অনীত পাড্ডা। দর্শকদের কাছে তাদের রসায়ন যে দারুণ ভাবে গ্রহণযোগ্য হয়েছে, তা ছবির আয় থেকেই স্পষ্ট। এখন পর্যন্ত ছবিটি আয় করে নিয়েছে ২৯১.৩৫ কোটি রুপি। অর্থাৎ, তিনশো কোটি ছুঁতে বেশি দেরি নেই।জানা গেছে, শনিবারই (১৬তম দিন) ছবিটি আয় করেছে ৬.৩৫ কোটি রুপি। দিনভিত্তিক আয়ের তালিকাও প্রকাশ করা হয়েছে সিনেমাটির। সাইয়ারা দেখে কেঁদে অজ্ঞান হচ্ছে দর্শক, সাতদিনেই বাজেটের চারগুণ আয়!

সিনেমা দেখে আবেগাপ্লুত দর্শকরা, ‘সাইয়ারা’ শব্দের অর্থ কী?

দিনভিত্তিক আয়:

১ম দিন: ২১.৫ কোটি

২য় দিন: ২৬ কোটি

৩য় দিন: ৩৫.৭৫ কোটি

৪র্থ দিন: ২৪ কোটি

৫ম দিন: ২৫ কোটি

৬ষ্ঠ দিন: ২১.৫ কোটি

৭ম দিন: ১৯ কোটি

৮ম দিন: ১৮ কোটি

৯ম দিন: ২৬.৫ কোটি

১০ম দিন: ৩০ কোটি

১১তম দিন: ৯.২৫ কোটি

১২তম দিন: ১০ কোটি

১৩তম দিন: ৭.৫ কোটি

১৪তম দিন: ৬.৫ কোটি

১৫তম দিন: ৪.৫ কোটি

১৬তম দিন: ৬.৩৫ কোটি

অর্থাৎ সিনেমাটির মোট ১৬ দিনের আয় ২৯১.৩৫ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *