ePaper

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত ৭ই আগস্ট সন্ধ্যা ৭ টার সময় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ারের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুর থানা প্রেসক্লাব ও কাশিমপুর প্রেসক্লাব এর যৌথ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানা প্রাঙ্গণে কাশিমপুর থানা প্রেসক্লাব ও কাশিমপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকারের সঞ্চালনায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার (বাংলা টিভি) কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা), সহ-সভাপতি মেহেদী হাসান (মোহনা টিভি), থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন (সাপ্তাহিক বার্তা বাজার), জামাল আহম্মেদ (চ্যানেল এস ও দৈনিক জনবাণী) মোহাম্মদ আলী সীমান্ত (বিজয় টিভি), সোহরাব হোসেন (দৈনিক ঘোষণা), শাহাদাত হোসেন (দৈনিক ঘোষণা) সহ অনেকে। বক্তারা বলেন, প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া সাংবাদিক আনোয়ার হোসেনের উপর প্রকাশ্য দিবালোকে নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা বাধাহীনভাবে কাজ করতে পারবে এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আর কোনো সংবাদকর্মীকে যেন সত্য প্রকাশের কারণে প্রাণ দিতে না হয়Ñএ দাবি সরকারের প্রতি জোরালোভাবে তুলে ধরা হয়। মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেনÑইউসুফ আহমেদ তুষার (দৈনিক নবচেতনা), আরমান হোসেন (রাজধানী টেলিভিশন), মো. হাসমত (সিটি রিপোর্টার, দৈনিক সকালের সময় ও রূপবাণী), হাবিবুল বাসার সুমন (দৈনিক বাংলাদেশ সমাচার), আল মুনসুর (এটিএন এম সি এল), বিপ্লব হোসেন ফারুক (দৈনিক অগ্নিশিখা), লাবনী আক্তার লাবণ্য (যায়যায় দিন), আসাদুজ্জামান লিয়ন (দৈনিক সরেজমিন বার্তা), মুজাহিদ (দৈনিক ঢাকা), মিল্টন (দৈনিক আজকের বসুন্ধরা) সাবিনা ইয়াসমিন (চ্যানেল ২১), এস কে শুভ (নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি), শফিকুল ইসলাম শামীম (দৈনিক যুগান্তর), নাজমুল হাসান (দৈনিক খোলা চিঠি) সহ আরও অনেকে। এই মানব বন্ধনে সাংবাদিকরা দাবি তুলে ধরেন, ১) সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, ২)সাংবাদিকদের জন্য নিরাপদ আইন প্রনয়ণ করতে হবে, ৩)সাংবাদিক তুহিনের পরিবারে সরকারি সহায়তা প্রদানের অনুরোধ করেন, ৪)সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় নীতিমালা। মানববন্ধনের শেষে সাংবাদিক তুহিনের রুহের মাগফেরাত ও সাংবাদিক আনোয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, ন্যায়বিচার না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *