ePaper

সরাইল-আশুগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

সরাইল-আশুগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। বসবাসরত এসব সম্প্রদায়ের মানুষের মধ্যকার ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের(বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। মঙ্গলবার সরাইল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে জেলা বিএনপির সদস্য ও সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন উপরোক্ত কথাগুলি বললেন।। শিপন বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের সংস্কৃতি। সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের। সকল জাতি গোষ্ঠীর এ সত্তা’র নাম হইল বাংলাদেশী জাতীয়তাবাদ। শিপন বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে কাজ করতে চাই। আমি এই এলাকার সন্তান আমি আপনাদের সুখে-দুখে সব সময় আপনাদের পাশে অতীতেও ছিলাম আগামীতেও থাকবো। আমি চাই আমার এলাকার সাধারণ জনগণের জন্য কাজ করতে। আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। এসময় জেলা বিএনপির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজায় আগত পূজারীদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *