মো.তাসলিম উদ্দিন,(ব্রাহ্মণবাড়িয়া) সসরাইল
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও যেন দেখার কেউ নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলের শিক্ষক সংকটের কারণে কোন রকম জোড়াতাড়ি দিয়ে চলছে পাঠদান। অনেক দিন ধরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এমন অবস্থা বিরাজ করছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ আটজন শিক্ষকের পদ শূন্য রয়েছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিয়ে শঙ্কিত অভিভাবকরা। প্রতি বছর ভর্তি যুদ্ধে লড়াই করে শুধু মেধাবী শিক্ষার্থীরা এসব সরকারি স্কুলে ভর্তি হন। শুধু শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের মনে সারাক্ষণ অজানা হতাশা বিরাজ করে। যদিও শিক্ষক সংকট দূরীকরণে স্থানীয় প্রশাসন চেষ্টা করে যাচ্ছেন। তাতেও কাজ হচ্ছে না। তবে খন্ডকালীন শিক্ষকদের দিয়ে কোন রকমে জোড়াতালি দিয়ে পাঠদান চলছে। এরপরও এ স্কুল লেখা পড়ার মান ও পরীক্ষার ফলাফলে তাদের অবদান ধরে রেখেছে। জানাযায়, ১৮৭১ সালে সরাইল অন্নদা সদর এলাকায় প্রায় ৩.৭৩ একর জমির উপর প্রয়াত রায় বাহাদুর অন্নদা প্রাসাদ রায় শিক্ষানুরাগী অন্নদা প্রাসাদ রায় তাঁর নিজের নামানুসারে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে স্কুলটি জাতীয়করণ হয়। মূলত স্কুলটি জাতীয়করণ হওয়ার পর থেকেই যেনে শিক্ষক সংকট লেগেই আছে। শিক্ষক সংকট যেন পিছু ছাড়তে চাইছে না। এ ব্যাপারে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেবব্রত দাস বলেন, স্কুলের ছাত্র সংখ্যা-৫৬৬ জন। শিক্ষক সংখ্যা ১৭ হলেও আছেন মাত্র ৯জন। অনেক চেষ্টা করেও শিক্ষক সংকট দূর হচ্ছে না। তিনি আরো বলেন, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার চেষ্টা করলেও আজ পর্যন্ত আমাদের স্কুলের শিক্ষক সংকট দূর না হওয়ায় রীতিমতো নিরাশ হয়ে গেছি। তবে শিক্ষার মান ও পরীক্ষার কাক্সিক্ষত ফলাফল আমরা এখনো ধরে রেখেছি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার বলেন, বিদ্যালয়ের শিক্ষক শূন্যতা রয়েছে। শিক্ষক পদায়ন জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার। (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ প্রতিনিধিকে বলেন, আমি নতুন যোগদান করেছি। সরকারি এ স্কুলের শিক্ষক সংকটের বিষয়টি আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে সরকার শিক্ষক নিয়োগ দিলে এ স্কুলের শিক্ষক সংকট সমস্যা সমাধান হবে। এদিকে বিদ্যালয়ে তথ্যে জানাযায়, মুহাম্মদ মুসা মিঞা শারীরিক শিক্ষা, মো. জাকির হোসেন কৃষি শিক্ষা, মো. রেজাউল হক খান, গণিত, মো. হাদিস মিয়া গণিত, মো. কাউসার আহমেদ ব্যবসা শিক্ষা, অপু নাগ- জীব বিজ্ঞান, মো. সোহাগ হোসেন ভৌত বিজ্ঞান, আকতার উন নাহার ইংরেজিও সামাজিকবিজ্ঞান দেবব্রত দাস। বতর্মান কর্মরত নয়জন শিক্ষক। দিয়ে চলছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান।