মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুর- শাহজাদাপুর রাস্তার উপর ৩১ মি: লম্বা আরসিসি গাটার ব্রিজ প্রায় ৩ কোটি ৫৪ লাখ, ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজে ফাটল দেখা দিয়েছে। নির্মাণাধীন ব্রিজের উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। আজ ৩০ ডিসেম্বর বিকালে ব্রিজ পরিদর্শন করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। এসময় উপজেলা এলজিইডি প্রকৌশলী উপস্থিত ছিলেন। অফিস সূত্রে জানা যায়, প্রায় ২ কোটি ৮৬ লাখ ৯৬০ টাকা চুক্তিমূল্যের এ প্রকল্পে নির্ধারিত মান ও বিধিমালা অনুসরণে ঘাটতির অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ প্রদান করেন।ইউএনও আবুবকর সরকার বলেন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে ল্যাব টেস্টের মাধ্যমে নির্মাণসামগ্রীর পরীক্ষা সম্পন্ন করে নির্ভরযোগ্য রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, ল্যাব টেস্টের ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একাধিক গণমাধ্যমে” সরাইলে- ৩কোটি টাকার ব্রিজের ফাটল। শিরোনামের সংবাদ প্রকাশিত হয়।
সরাইলে- ৩কোটি টাকার ব্রিজের ফাটল! কাজ বন্ধ করে দিলেন- ইউএনও আবুবকর সরকার
