মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় গত কয়েকদিন ধরে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কনকনে শীতে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।শীতের প্রকোপে কমে গেছে দিনমজুর ও শ্রমজীবীদের দৈনিক আয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরাইল এলাকায় গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতায় বহু শ্রমজীবী মানুষকে অলস সময় কাটাতে দেখা গেছে।এমন দুর্দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সরাইল উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) আবুবকর সরকার।শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজেই রাতের আঁধার, গ্রামীণ কাঁচা রাস্তা ও দুর্গম এলাকা পেরিয়ে কম্বল নিয়ে পৌঁছে যাচ্ছেন দরিদ্র মানুষের ঘরে ঘরে। তাঁর পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সিফাত বিন রহমান। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। স্থানীয়রা জানান, প্রশাসনের এই সহায়তা শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।
