ePaper

সরাইলে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন দুঃস্থ অসহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় সঙ্গে ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সরাইল থানা পুলিশ সদস্যগণ। উপজেলার সদর উচালিয়াপাড়া মোড়, কুট্রাপাড়া মোড় ও সরাইল বাজার এলাকায় ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সরাইল থানা পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *