মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে ব্যারিস্টার রুমিন ফারহানার এক সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশ স্থলে পৌঁছানোর পর ছবি তোলাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি বড় আকার ধারণ করলে উভয় পক্ষের লোকজন লাঠি-সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ বিষয়ে জানতে চাও হলে সমাবেশে উপস্থিত মো. জুয়েল বলেন, আমরা সমাবেশ শেষ করে চলে যাওয়ার পর শুনেছি কয়েকজন ছেলের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া বলেন। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি বলেন এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
