মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মো. উজ্জল হোসেন (২৭) মাদকাসক্তকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, সরাইল উপজেলা কালিকচ্ছ এলাকার চাকসার গ্রামের (দৌলত পাড়া) মো. সাদেক হোসেনের ছেলে মো. উজ্জল হোসেন (২৭)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিকচ্ছ এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পরে সেখান থেকে ১ মাদকাসক্ত আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালদের মাধ্যমে আটকূত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান কালে সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিজের দোষ স্বীকার করায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের জেল ও নগদ ১’শত টাকা জরিমানা প্রদান করেন। তিনি বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
