মো. তাসলিম উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস ২০২৫”। দিনব্যাপী এই কংগ্রেসটি আয়োজন করা হয় “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়। গতকাল সোমবার উপজেলার হলরুমে কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃযিবিদ মো. একরাম হোসেন এবং সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সি তোফায়েল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসের মো. মনির, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল সুক এর পরিচালক আব্দুল মুমিন মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি বাকিবিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্থানীয় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কৃষিপণ্যের প্রদর্শনী, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।