ePaper

সরাইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাফল্যের ৪১ বছর উদযাপিত

মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশের প্রথম সারির ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও নানান আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে সরাইল জোন অফিসে দিন ব্যাপী চলেছে গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করার আয়োজন। এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী’র ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং কর্মকর্তা সুদীপ দত্ত তনু বলেন, প্রথমেই আমি সকলকে আজকের এই শুভ দিনে শুভেচ্ছা জানাচ্ছি। ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী ৪১ বছরে পদার্পণ করেছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের ও গর্বের। সরাইলে আমরা ৩৮ বছর যাবত সেবা দিয়ে যাচ্ছি, এবং বর্তমানে শুধু সরাইল জোনের আয়ত্ত্বে ৪৫ হাজার গ্রাহক এবং ১ হাজার কর্মী রয়েছে। আজকে সকাল থেকেই আমাদের অনেক গ্রাহক, ও শুভাকাক্সক্ষী অফিসে এসেছে, তাদেরকে মিষ্টিমুখ করাতে পেরেছি এতে আমি আনন্দিত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দিনব্যাপী মিষ্টিমুখ পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, চিকিৎসক তপু দ্বীপ দত্ত, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সরাইল জোনের জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, সহকারী জোনাল ইনচার্জ হুমায়ুন কবির’সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *