মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শারমিন বেগম। তিনি ৪০ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন, মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম’কে স্বাগত জানান। পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম‘কে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শারমিন বেগম, ইতিপূর্বে সুনামগঞ্জ প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন, তাঁর বাড়ির মৌলভীবাজার, ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। সরাইল উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শারমিন বেগম দায়িত্ব গ্রহণে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন উল্লেখ করে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মী সহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন এই নবাগত কর্মকর্তা। এদিকে দীর্ঘদিন পর নবাগত এসিল্যান্ড যোগদান করায় সাধারণ জনগণের স্বস্তির নিশ্বাস ফিরেছে।
