মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” ’ প্রতিপাদ্য নিয়েপ্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হতে হচ্ছে আজ শনিবার। সকাল সাড়ে দশটায় সরাইল জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সরাইল উপজেলা সমাজ- সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন। সরাইল মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জান্নাত সুলতানা। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক। উপজেলা মাধ্যমিকশিক্ষা একাডেমী সুপার ইতি বেগম। সরাইল থানা এস আই প্রবোধ দাস। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফ উদ্দিন। মো. সাদেক মিয়া।
সভায় বক্তারা বলেন,সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগনের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সমাজ সেবা বিভাগের লক্ষ্য।আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়।
