মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
গতকাল বৃহস্পতিবার থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সকালে ৫-টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারফ হোসাইন কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পরীক্ষায় অংশ নেবে মোট ১৫ শত ১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে-৩১জন-পরীক্ষার্থী অনুপস্থিত। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকালের পরীক্ষা ১০টায় অনুষ্ঠিত হবে। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা যায়, এবার এস.এস.সি, ও এস.এস.সি (ভোকেশনাল) সমমানের পরীক্ষায় সরাইল উপজেলার ৫ টি কেন্দ্রে মোট ১ হাজার ৫শত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে আজ এসএসসিতে ১৪শত ১১ জন, ভোকেশনালে ১০৫ জন। এর মধ্যে আজকের পরীক্ষায় ৩১জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারফ হোসাইন বলেন, উপজেলার পরীক্ষার সকল কেন্দ্র গুলোতে পুলিশ ও প্রশাসনিক অফিসার নিয়োগ করা হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউএনও বলেন, পরীক্ষার্থীরা নকল মুক্ত, শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।