ePaper

সরাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টার সময় উপজেলা শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাধবপুর তোহিন একাডেমী-১ গোলে পরাজিত হয়। শাহবাজপুর জুয়েল স্পোটিং ক্লাব। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ এড. নুরুজ্জামান লস্কর তপু। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। রাজনীতির মাঠের সাথে সাথে দেশের ক্রীড়া জগতকে এই লুটেরা সরকারের হাত থেকে বাঁচাতে হবে। আওয়ামী লীগ দেশের সব খেয়ে ফেলেছে, আর জিয়া পরিবার দেশকে বার বার রক্ষা করেছে। তপু বলেন, বাংলাদেশ খেলায় আজকে যে বাহবা ও হাততালি পান তার কৃতিত্ব আরাফাত রহমান কোকোর। আওয়ামী সরকার দেশের সব সেক্টরকে ধ্বংস করার সাথে সাথে দেশের ক্রীড়া সেক্টরও ধ্বংস করেছে। দেশের ধ্বংস প্রাপ্ত ক্রীড়া জগতের হাল ধরেছিলো জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি মরহুম আরাফাত রহমান কোকো। আজ কোকো নাই কিন্তু তার স্মৃতির স্বরণে যে টুর্নামেন্ট হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে আবার নতুন প্রাণ পাবে। পরিশেষে তিনি মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। ফাইনাল খেলার সভাপতিত্ব করেন, শাহবাজপুর ইউপি যুবদলের আহবায়ক মো. শাহিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী। উপজেলা জাতীয়তাবাদী দলের জাসাস এর আহবায়ক মো. রিপন ঠাকুর। মনির হোসেন ভূঁইয়া, শামচু মেম্বার, শাহবাজপুর তরুণ দলের আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম পাবেল। পাবেল এর উদ্যোগে ফাইনাল খেলায় মাধবপুর তোহিন একাডেমী ১-০ গোলে পরাজিত করে শাহবাজপুর জুয়েল স্পোটিং ক্লাবকে। রেফারির দায়িত্ব পালন করেন, মো. ইমরান সহকারী হিসেবে ছিলেন আতিকও মহাইনুল। খেলার ধারাভাষ্যকার ছিলেন আব্দুল আজিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *