ePaper

সরাইলের দুই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ

মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশির ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার (সদস্য) গা-ঢাকা দিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান-মেম্বাররা বর্তমানে পলাতক। দশ মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধি না থাকায় সেখানকার সেবাপ্রার্থী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.খাইরুল হুদা চৌধুরী বাদল ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাম্মৎ আছমা বেগমকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় অপসারণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের স্বাক্ষরিত পত্রেঐ শাহবাজপুর ইউপির প্রশাসকের দায়িত্ব দেন উপজেলা সহকারী সমাজ-সেবা কর্মকর্তা মো. মুমিন হোসেন ভূঁইয়াকে আর শাহজাদাপুর ইউপির দায়িত্ব দেন একই ইউনিয়ব পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ডের সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে আদেশ প্রদান করা হয়। দায়িত্ব থেকে অপসারিত দুজন হলেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী বাদল। অপর জন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম। গত ৫ আগস্ট সরকার পতনের পর শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত। তারা দলের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন। এব্যাপারে খাইরুল হুদা চৌধুরী বাদলও মোছা. আছমা বেগমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সরাইল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, ‘ দুইজন চেয়ারম্যান কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় জনসেবা ব্যহত হচ্ছিল। তাই তাদের অপসারণ করা হয়েছে।’ দায়িত্ব পাওয়া ব্যক্তিরা এখন থেকে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *