ePaper

সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল অংশে স্থাপনের দাবিতে মানববন্ধন

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অংশে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সরাইল উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছুটন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা জাসাসের আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সরাইল উপজেলা সর্বদিক থেকেই অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়া সদরে একাধিক হাসপাতাল থাকলেও চিকিৎসার ক্ষেত্রে সরাইল পিছিয়ে রয়েছে। এছাড়াও যাতায়াতের দিক বিবেচনা করলে দেখা যায়, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের মাঝামাঝি অবস্থিত বিশ্বরোড চত্ত্বর। যেখান দিয়ে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অতিক্রম করেছে, ফলে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ। সরাইল অংশে মহাসড়কের পাশে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি নির্মাণ করা হলে পার্শ্ববর্তী সদর উপজেলা, বিজয়নগর উপজেলা, আশুগঞ্জ উপজেলা-সহ অন্যান্য জেলা ও উপজেলার মানুষও এর সুফল ভোগ করতে পারবে। তাই সর্বদিক বিবেচনায় এখানেই এটি স্থাপন করা হবে বলে আমরা আশাবাদী। উল্লেখ্য, গত ৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে ডিও লেটার দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। শীঘ্রই অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে বলে আশাবাদী ব্রাহ্মণবাড়িয়াবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *