ePaper

সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

?হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী। ?অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। ?সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাঁদের অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের উন্নয়নে তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠা নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” ?প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার আলো ছড়িয়ে সমাজে অমূল্য অবদান রেখেছেন। তাঁদের কর্মপ্রয়াসেই আজকের প্রজন্ম আলোকিত হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল থেকে সৎ নাগরিক তৈরিই শিক্ষকদের সর্বোচ্চ অর্জন।” ?অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *