ePaper

সত্যিই কি দেড়শো দেহরক্ষী নিয়ে চলেন তান্যা মিত্তাল?

বিনোদন ডেস্ক

ভারতের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ‘বিগ বস’ খ্যাত তান্যা মিত্তালকে নিয়ে নেট দুনিয়ায় এক অদ্ভুত জল্পনা দীর্ঘদিনের। বলা হয়ে থাকে, তান্যা যেখানেই যান তার সঙ্গে অন্তত ১৫০ জন দেহরক্ষী থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন এই প্রভাবশালী নেট-তারকা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তান্যা জানান, ১৫০ জন দেহরক্ষী রাখার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। বলেন, আমি কখনও এমন দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে আমি দেড়শো দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সব মনগড়া কথা।তবে তিনি স্বীকার করেছেন, নিরাপত্তার খাতিরে তার ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে, তবে সেই সংখ্যাটি কখনোই দেড়শো নয়। দেহরক্ষী নিয়ে এই ভুল ধারণার পেছনে ‘বিগ বস’-এর সহ-প্রতিযোগী জিশান খানের একটি মজাকে দায়ী করেন তান্যা। জানান, জিশানের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে তার নিজস্ব প্রতিষ্ঠানে ১৫০ জন কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই দেহরক্ষী হিসেবে প্রচার করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।আধ্যাত্মিক বিষয়ক কন্টেন্ট এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পান তান্যা মিত্তাল। এর বাইরেও তার সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসা রয়েছে তার। ‘বিগ বস’-এ অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং বর্তমানে তিনি অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, তান্যার মাসিক আয় প্রায় ৬ লাখ রুপি,  তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *