ePaper

সড়কের পাশে পড়ে ছিল ১১ মামলার আসামীর মরদেহ

মো. রুহুল আমিন রাজু, জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ১১ মামলার আসামি মো. শাহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালিজুড়ী টু সরিষাবাড়ি সড়কের বাজিতের পাড়া এলাকার বক্করের বাড়ি ব্রিজ নাম স্থানের নামা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ। মো. শাহীনের বাড়ি জামালপুর পৌর শহরের নাছিরপুর গ্রামে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন। শাহীনের মরদেহ উদ্ধারের আগে গত রাত ৩টার দিকে মো. জলিল নামের সাত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। জলিলের বাড়ি জামালপুর সদরের রনরামপুর গ্রামে। মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, ‘গতরাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে মো. শাহীন, জলিল ও অজ্ঞাত একজন অপরাধ সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় বাকি দুজন। এরপর সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আর পিকআপ ভ্যানটি পাওয়া যায় এক-দেড় কিলোমিটার দূরে।’ মো. সাইদুর রহমান আরও বলেন, ‘এরা মূলত সংঘবদ্ধ চোর। মো. শাহীনের নামে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক সুরতহালে শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়ত পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। শাহীনের স্ত্রী থানায় আসছেন। তিনি অভিযোগ দিলে, গ্রহণ করা হবে। শাহীনের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *