ePaper

শ্রীমঙ্গলে বাতিল হওয়া পথসভা করতে বাধ্য হলো জাতীয় নাগরিক পার্টি

মো. আফজল হোসেইন,শ্রীমঙ্গল

দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ভিন্নধর্মী পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে পূর্বনির্ধারিত পথসভা বাতিল করলেও, সাধারণ জনতার বাধার মুখে অবশেষে সমাবেশ করতে বাধ্য হয় দলটি। দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতারা শ্রীমঙ্গলে পথসভা করার কথা ছিল। তবে, ‘অনিবার্য কারণে’ সেই কর্মসূচি বাতিল করে শহরের মহসিন অডিটোরিয়ামে দুপুরের খাবারের পর চা শ্রমিক ও মনিপুরী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এবং শ্রীমঙ্গলের চা শ্রমিক এবং তাদের জীবনধারার গল্প শোনেন, তুলে ধরেন এনসিপির বৈষম্যহীন বাংলাদেশের ফিরিস্তি। নাহিদ ইসলাম আশ্বস্ত করেন, যেই বৈষম্য দূরীকরণের জন্য মৃত্যুর মুখেও আপস হয় নাই, জীবন দিয়েছেন হাজার হাজার শহীদ, আহত হয়েছেন অজস্র জনতা, সেই জনপদের অবিসংবাদিত নেতা হয়ে নাহিদ ইসলাম কাঠামোগত বৈষম্য দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ! মতবিনিময় শেষে নেতারা ঢাকার উদ্দেশে রওনা হতে চাইলে বাধার মুখে পড়েন। সাধারণ জনতা তাদের গাড়িবহরের পথ আটকে দেয় এবং সমাবেশ করার জন্য দাবি জানাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত জনতা এনসিপির নেতাদের গাড়ির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তারা শ্রীমঙ্গলে সমাবেশ না করে নেতাদের ফিরে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। পরিস্থিতির একপর্যায়ে, জনতার দাবির মুখে দলের নেতারা গাড়ি থেকে নেমে এসে অনির্ধারিতভাবে পথসভায় বক্তব্য রাখতে বাধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *