ePaper

শ্রীপুরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Oplus_131072

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি একটি অনলাইন চ্যানেলে প্রচারিত “মিথ্যা, বানোয়াট ও মানহানিকর” সংবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় সোমবার বিকালে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় মেম্বার  মোহাম্মদ আসাদুজ্জামান ও তাঁর পরিবারবর্গ।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- আনোয়ার হোসেন, কামরুজ্জামান পারুল ও মোতাহার হোসেন মাষ্টার অনলাইনে  বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তারা আদালতকে ভুল বোঝানোর জন্য জাল-জালিয়াতির মাধ্যমে একতরফা সুলহনামা দলিল তৈরি করে প্রায় তিন একর জমি দখলের চেষ্টা করছে। অথচ মামলায় ৬ পরিবারের মোট ১৫৪ জন বিবাদী থাকলেও এক পরিবারের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করা হয়েছে। বর্তমানে এ মামলার মিস আপিল আদালতে চলমান রয়েছে বলে জানান অভিযোগকারীরা।তারা আরও বলেন, প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় চায়ের দোকান ও গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের অস্ত্রবাজ ও দুষ্কৃতিকারী হিসেবে উপস্থাপন করছে। ইতোমধ্যে চুরি ও হামলার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে পিবিআই-তে তদন্তাধীন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রতিপক্ষের নেতৃত্বে শ্রীপুর উপজেলা পরিষদের ভেতরে সবুজ মেম্বারকে অপহরণের চেষ্টা করা হয়। একইভাবে থানার ভেতরে সবুজ মেম্বারের ছোট ভাই জাহাঙ্গীরের ওপরও হামলা চালানো হয়। এতে প্রমাণিত হয়, প্রতিপক্ষ যেকোনো ধরনের সহিংসতায় জড়াতে পারে।অভিযোগকারীরা বলেন, আমরা আইনের প্রতি আস্থাশীল। জমি সংক্রান্ত মামলা আদালতেই বিচারাধীন রয়েছে। কিন্তু প্রতিপক্ষ নানা কৌশলে আমাদের সামাজিকভাবে হেয় করতে এবং মামলার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা প্রদান ও মিথ্যা হয়রানি থেকে রক্ষার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *