ePaper

শ্রীপুরে বাড়িতে হামলা-মোটরসাইকেলে আগুন আহত-২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জের বসতবাড়িতে হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাকিব হোসেন ৯ জনের নাম উল্লেখ্য করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামে রাকিব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন ডোয়াইবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। অভিযুক্তরা হলো, ডোয়াইবাড়ী গ্রামের মৃত নায়েব আলী শেখের ছেলে হযরত আলী শেখ (৬০) ও সোলাইমান শেখ (৫৫), মৃত হানিফ শেখের ছেলে ইয়াসিন শেখ (৪৭), ইন্দু (৪০) ও মোজাম্মেল (৪৫), সোলাইমান শেখের ছেলে সজিব শেখ (২৮), হযরত আলী শেখের ছেলে সৈকত শেখ (২১), মুকুল হোসেনের ছেলে সাজিদুল ইসলাম মিথুন (৩৮), মোস্তফার ছেলে মো. রাসেল (৩৩)মুকুল হোসেন ছেলে সাজিদুল ইসলাম মিথুন(৩৮)। রাকিব হোসেন জানান, পূর্ব শত্রুতা জেরে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা অতর্কিতভাবে হামলা হামলা চালায়। রাম দা দিয়ে কুপিয়ে টিনের ঘর ও ঘরের আসবাপত্র নষ্ট করে। এসময় ব্যবহৃত একটি ইয়ামাহ আর এক্স মডেলের মোটর সাইকেল আগুণ দিয়ে পুড়িয়ে দেয় এবং ঘরে থাকা নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর আত্নচিৎকারে সিএনজি ড্রাইভার লুৎফর এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে লুৎফরের বাড়িতে ও হামলা চালিয়ে ঘর বাড়ি ভেঙে দেয় তারা। রাকিবের স্ত্রী জানান, বৃহস্পতিবার বিকেলে আনুমানিক পঞ্চাশজন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমার স্বামী মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বাড়িতে লুটপাট করে আমি বাঁধা দিতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে সাজিদুল ইসলাম মিথুন বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত না, আমি শুনেছি এলাকাবাসীর সাথে গন্ডগোলের একটা খবর পেয়েছি। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *