শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ে ৪, ৫, ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মত। দুপুর দুইটার পর তিনটি ওয়ার্ড থেকে দলীয় নেতা কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশে স্থলে প্রবেশ করেন। পৌর বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করে। পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, যুগ্ন আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামিম, মো. বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, সাইফুল হক মোল্লা, টিপু সুলতান, এস এম জাবেদ আহমেদ, খোকন প্রধান, যুবদল নেতা সেলিম আহমেদ, সাবেক ছাত্র নেতা মাহাবুব, রোমান আহমেদ, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
